পাবনার চাটমোহর উপজেলার চর-মথুরাপুর গ্রামের শিশু কল্পনা খাতুন (০৯) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং প্রধান আসামি নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামালকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে তাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) রেজিনূর রহমান এই তথ্য জানান। নিহত কল্পনা চর-মথুরাপুর গ্রামের মৃত তাজের খাঁ’র মেয়ে এবং আসামি নুর জামাল তার চাচা।
তদন্তে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাতে ভাঙ্গুড়া থানাধীন দহপাড়া খানকা শরিফে ইসলামী জালসা চলাকালে নুরুজ্জামান মল্লিক মাদক সেবনের পর কল্পনাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যান। কিন্তু পথ পরিবর্তন করে তাকে একটি বিলের দিকে নিয়ে যান। কল্পনা কান্নাকাটি শুরু করলে নুর জামাল তার গলা চেপে ধরে হত্যা করেন এবং পরে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু নিশ্চিত করেন।
পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করে। শনিবার আদালতে উপস্থাপনের পর আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মতামত