সারাদেশ

কুমিল্লায় মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৪ লাখ টাকা জরিমানা

কুমিল্লায় মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪, বিকাল ৫:২০

কুমিল্লায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (২১ ডিসেম্বর) সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। প্রথমে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের চৌধুরীখোলা এলাকায় পাহাড়ের মাটি কাটার অভিযোগে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর সদর দক্ষিণ উপজেলার বারোপাড়া ইউনিয়নের পিপুলিয়া এলাকায় ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে আরও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই উপজেলার মোহাম্মদপুর এলাকায় ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ। অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ও আনসার সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ফসলি জমির মাটি কেটে প্রতিদিন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এ বিষয়ে জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট।