সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অসুস্থ মানুষের জন্য ফ্রি ওষুধ বিতরণ করে ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করেছেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. ফখরুল ইসলাম তালুকদার রাকিব।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে কামারখন্দের কোনাবাড়িতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিশাল জনসভা সফল করতে মাঠ পরিদর্শনের সময় এই উদ্যোগ নেওয়া হয়। সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসের হাতে ফ্রি ওষুধ তুলে দেন ফখরুল ইসলাম রাকিব।
এই আয়োজনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ইমরান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ রাজু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনিরুল ইসলাম তালুকদার রিকো, সহ-সভাপতি মোহাম্মদ লাবন, সহ-সাংগঠনিক সম্পাদক অপু ও আরফান সোহান, ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আলী এবং ছাত্রদলের সভাপতি রাব্বি।
এই উদ্যোগকে স্থানীয় জনগণ এবং উপস্থিত নেতৃবৃন্দ প্রশংসা করেছেন। ফখরুল ইসলাম রাকিব এই ধরনের কাজের মাধ্যমে সমাজে মানবিকতার উদাহরণ স্থাপন করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত