ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ৮৮ পিস ইয়াবাসহ শিমু আকতার (২৫) নামে এক নারীকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও এলাকায় শিমুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
শিমু আকতার ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে পুলিশ শিমুর কাছ থেকে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃত শিমু আকতারের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল রোববার সকালে তাকে জেলা জেল হাজতে পাঠানো হবে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন পুলিশ। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মতামত