সারাদেশ

ময়মনসিংহে হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি

ময়মনসিংহে হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৪, রাত ৯:৪৫

ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো "আল কোরআনের আলোক যাত্রা" শীর্ষক হিফযুল কোরআন প্রতিযোগিতা ২০২৪-২৫। বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি, ঢাকা-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার হাফেজরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

মহাসচিব মোহাম্মদ শাফিল মাহমুদ শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মফিদুল আলম, জেলা প্রশাসক, ময়মনসিংহ; মোঃ আজিজুল ইসলাম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); প্রকৌশলী মোঃ শওকত আলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, ময়মনসিংহ, এবং জেলার বিশিষ্ট আলেম সমাজ।

অনুষ্ঠানটি কোরআন শিক্ষার গুরুত্ব এবং হাফেজদের প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে উৎসর্গিত ছিল।