ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের দক্ষিণ ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ৫৪ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি ও বিএনপি'র মহিলা দলের সদস্য সচিব আনারকলি।
জানা গেছে, গত ১৭ ডিসেম্বর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ শুরু করেছেন ইউএনও রকিবুল হাসান। পৌর এলাকার পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইউএনও রকিবুল হাসান বলেন, শীতে সবচেয়ে বেশি কষ্টে থাকেন সমাজের ছিন্নমূল মানুষরা। তাদের কষ্ট লাঘব করতে গভীর রাতেও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে কম্বল বিতরণ করছি। আমাদের লক্ষ্য, কোনো দুস্থ পরিবার যেন শীতে কষ্ট না পায়।
এই মহতী উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ইউএনও রকিবুল হাসানের এ কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
মতামত