সারাদেশ

রাউজানে শীতের দাপট: বেড়েছে গরম কাপড়ের চাহিদা

রাউজানে শীতের দাপট: বেড়েছে গরম কাপড়ের চাহিদা

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:২৯

রাউজানে শীত জেঁকে বসার সঙ্গে সঙ্গে গরম কাপড়ের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উপজেলার অভিজাত মার্কেট থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে জমজমাট বেচাকেনা চলছে। শীতের প্রকোপ বাড়ার কারণে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রতিটি বাজারে।

নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা বিশেষত রাউজানের হাট-বাজার ও স্টেশনের ফুটপাতে ভাসমান হকারদের দোকান থেকে গরম কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন। শীতের চাহিদা পূরণে কম্বল, সোয়েটার, জ্যাকেট এবং ছোট বাচ্চাদের গরম পোশাকের বিক্রি বেড়ে গেছে।

নোয়াপাড়া বাজারের এক ক্রেতা জানান, ফুটপাতে দাম কম হওয়ায় এখান থেকে গরম কাপড় কিনতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। অন্যদিকে, বিক্রেতারা জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি দ্বিগুণ হয়েছে।

স্থানীয় হাট-বাজারের এই ব্যস্ততা রাউজানের জনজীবনে শীতের উষ্ণতার জানান দিচ্ছে।