সারাদেশ

ডোমারে ফরেস্ট থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোমারে ফরেস্ট থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : মুন টাইমস


প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:০৯ আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:২৬

নীলফামারীর ডোমার ফরেস্ট বাগানে বর্ষা মনি ‌(২৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২১ডিসেম্বর) সকালে উপজেলা ৬নং পাঙ্গা মটকপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া পাট্টার মোড় ফরেস্টে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত বর্ষা মনি (২৫) উপজেলার মেলা পঙ্গার মেম্বার পাড়া এলাকার দুলু মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান , খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানোর হয়েছে। প্রাথমিকভাবে মরদেহ দেখে মনে হচ্ছে আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া চূড়ান্তভাবে কিছুই বলা যাচ্ছে না।