অপরাধ

নরসিংদীতে ডাকাত গ্রেপ্তার, অস্ত্রসহ ডাকাতির মালামাল উদ্ধার

নরসিংদীতে ডাকাত গ্রেপ্তার, অস্ত্রসহ ডাকাতির মালামাল উদ্ধার

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:৫১

নরসিংদীর শিবপুর উপজেলায় অভিযান চালিয়ে আজিজুর রহমান ওরফে আজি বৈরাগী (৩২) নামে এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত বিদেশি পিস্তল ও লুন্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার সৃষ্টিগড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আজির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি ও আস্তানা থেকে লুন্ঠিত ল্যাপটপ, ক্যামেরা, এবং একটি ৭.৬৫ মডেলের পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ওসি আফজাল হোসাইন বলেন, শিবপুর ও আশপাশের এলাকায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় সে জড়িত। দীর্ঘদিন ধরে সে পুলিশের নজরদারির বাইরে ছিল। ডাকাতির পাশাপাশি সে সৃষ্টিগড় বাজার কমিটির সভাপতি ও নাইটগার্ড হিসেবে কাজ করত। এই ছদ্মবেশে সে তার অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যেত।

পুলিশ জানায়, আজিজুর রহমানের বিরুদ্ধে একাধিক ডাকাতি, খুন, এবং মার্ডারের অভিযোগ রয়েছে। ভয়ভীতি দেখিয়ে স্থানীয়রা তার বিরুদ্ধে মামলা করতে সাহস পেতেন না। তবে এবার পুলিশ সফলভাবে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গ্রেপ্তারকৃত আজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।