সারাদেশ

পথে প্রান্তে মাঠে ঘাটে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদীর প্রচারণা

পথে প্রান্তে মাঠে ঘাটে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদীর প্রচারণা

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৪, বিকাল ৫:৪৩

কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাদী কুমারখালী ও খোকসা অঞ্চলে গণসংযোগ এবং পথসভায় বক্তব্য দিয়েছেন। 

শনিবার (২১ ডিসেম্বর) কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পথসভায় শেখ সাদী বলেন, আমাদের নেতা তারেক রহমান শিক্ষিত, মার্জিত এবং সামাজিক নেতৃত্বের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। দলকে ঐক্যবদ্ধ করে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সবাই মিলে একসঙ্গে দল গঠনের শপথ নিতে হবে।

পথসভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কুমারখালী উপজেলা সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম, নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সহকারী সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বকুলসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পলিটেকনিক ছাত্রদলের সাবেক জিএস ও নন্দলালপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মো. কামরুল হোসেন পথসভায় বলেন, শেখ সাদী ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকব। দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তাকে বিজয়ী করার জন্য কাজ করব।

নেতারা আরও বলেন, তারেক রহমান তরুণ নেতৃত্ব গড়ে তোলার জন্য নিরলস কাজ করছেন। ক্লিন ইমেজের নেতৃত্ব তৈরির এই প্রয়াসের অংশ হিসেবে শেখ সাদীর মতো নেতারা দলের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

পথসভায় শেখ সাদী ও অন্যান্য নেতারা দলের ভেতর কোনো বিশৃঙ্খলা না করার আহ্বান জানান এবং ষড়যন্ত্র মোকাবিলার মাধ্যমে এগিয়ে যাওয়ার কথা বলেন।