সারাদেশ

বাগমারায় পুকুর থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

বাগমারায় পুকুর থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৪, বিকাল ৫:২৭ আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, বিকাল ৫:২৮

রাজশাহীর বাগমারায় নিখোঁজের একদিন পর নয়ন হোসেন (৩৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে মচমইল রাজবাড়ি এলাকার একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী রানী খাতুন জানান, তার স্বামী পেশায় ভ্যানচালক। গত শুক্রবার তিনি তার ভ্যানটি বিক্রি করেন। বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তিনি আরও জানান, নয়ন মাদকাসক্ত ছিলেন।

এলাকাবাসীর মতে, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বাগমারা থানার ওসি তোহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।