সারাদেশ

হালুয়াঘাটে মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

হালুয়াঘাটে মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৪, বিকাল ৫:১১

ময়মনসিংহের হালুয়াঘাটে মহান বিজয় দিবস উপলক্ষে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় হালুয়াঘাট ডি এস আলিম মাদ্রাসা মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই উদ্যোগ বাস্তবায়িত হয় হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. সালমান ওমর রুবেলের অর্থায়নে এবং ময়মনসিংহ ধোপাখলা ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

মেডিক্যাল ক্যাম্পে সকাল থেকে হাজারো চক্ষুরোগীর উপস্থিতি দেখা যায়। উপস্থিত রোগীদের মধ্যে থেকে বাছাই করে অপারেশনযোগ্য ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ময়মনসিংহ ধোপাখলা ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশন করানোর ঘোষণা দেওয়া হয়।

এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিকিৎসা ক্যাম্পটি মহান বিজয় দিবসে হালুয়াঘাটবাসীর জন্য একটি মানবিক উদাহরণ হয়ে উঠেছে।