বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় সাদ পন্থিদের দায়ী করে তার ফাঁসি ও কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সিরাজগঞ্জে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা একত্রিত হয়ে বাজার স্টেশনে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জুবায়ের পন্থি নেতারা ও সাধারণ মুসল্লিরা বক্তব্য রাখেন।
বক্তারা শান্তিপূর্ণ বিশ্ব ইজতেমা ময়দানকে অশান্তিতে পরিণত করার অভিযোগে সাদকে দায়ী করেন। তারা দাবি করেন, এই সহিংসতায় ৪ জন নিহত হয়েছেন, যা সাদের নেতৃত্বাধীন কার্যক্রমের ফল। তারা অবিলম্বে সাদের ফাঁসি ও তার অনুসারীদের কার্যক্রম নিষিদ্ধের আহ্বান জানান।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বাজার স্টেশনে এসে শেষ হয়। মিছিলটি শান্তিপূর্ণ হলেও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শান্তি রক্ষায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে ছিল বলে জানা গেছে।
এ ঘটনায় তৌহিদী জনতার দাবির প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
মতামত