সারাদেশ

মাটিরাঙ্গায় মনির হোসেন নামে এক যুবকের আত্মহত্যা

মাটিরাঙ্গায় মনির হোসেন নামে এক যুবকের আত্মহত্যা

প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৪, রাত ১০:৪৯

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর এলাকায় মো. মনির হোসেন (২৫) নামক এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের পলাশপুর উত্তরপাড়ার নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।  

নিহত মো. মনির হোসেন মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার বাসিন্দা জামাল হোসেনের ছেলে। তিনি এক সন্তানের জনক, তার বয়স ২৫ বছর এবং তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, মনির হোসেন পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক ছিলেন। তিনি খেদাছড়ার ৪নং ওয়ার্ডের বাজারপাড়া এলাকার আব্দুল খলিলের কাছ থেকে মোটরসাইকেলটি ভাড়া নিয়ে চালাতেন। কয়েকদিন আগে তিনি মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের শাহজাহানের ছেলে মো. হাসান মনিরের কাছ থেকে মোটরসাইকেলটি ৬ হাজার টাকায় ভাড়া নিয়ে কক্সবাজার যান। কিন্তু তিন দিন অতিবাহিত হওয়ার পরও তিনি মোটরসাইকেলটি ফেরত না দিয়ে সেখানে আটকে রাখেন। এর পর হাসান মনির তাকে জানান যে, এক ব্যবসায়ীর কাছে তার কিছু টাকা পাওনা রয়েছে, এজন্যই মোটরসাইকেলটি আটক করা হয়েছে এবং ২৫ হাজার টাকা দিলে তিনি মোটরসাইকেলটি ফেরত দেবেন।  

এদিকে, মোটরসাইকেল মালিক মনির তাকে চাপ প্রয়োগ করলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মনিরের পিতা ও শশুরের কাছে টাকা চাইলে তারা অপারগতা প্রকাশ করেন, ফলে ক্ষোভে ও হতাশায় তিনি আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন।  

মনিরের শশুর জানান, দুপুরে বাসায় আসলেও সে খাবার খাননি এবং মনমরা ছিল। বিকালে তাকে রুম থেকে ডেকে আনতে আমি আমার ছোট মেয়েকে পাঠালে, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পাই। অনেক ডাকাডাকি করার পরও দরজা না খোলায়, একপর্যায়ে ঘরের দরজা ভেঙে দেখি, ঘরের আড়ার সাথে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল। দ্রুত তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।