অপরাধ

রাজশাহীতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আট তরুণ-তরুণী আটক

রাজশাহীতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আট তরুণ-তরুণী আটক

প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৪, রাত ১০:৩৭

রাজশাহী মহানগরের তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আট তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। 

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এই অভিযান চালায়। সন্ধ্যায় আরএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন তরুণ এবং তিনজন তরুণী রয়েছেন। পুলিশ জানায়, তারা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাহেববাজার গণকপাড়া এলাকার তিনটি আবাসিক হোটেল—মুক্তা ইন্টারন্যাশনাল, রহমানিয়া এবং গ্র্যান্ড হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে এ হোটেলগুলো থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নগরীর আরেকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ছয়জন তরুণ-তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মহানগরের সামাজিক সুরক্ষা ও শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন তিনি।