নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের মারিয়া গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় এই খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন।
লাঠিখেলার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ সংস্কৃতি আমাদের ঐতিহ্যের অংশ। কিন্তু এসব ঐতিহ্যবাহী খেলাধুলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এ ধরনের আয়োজন আমাদের ঐতিহ্য ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।
আয়োজক প্রতিষ্ঠান পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার স্বত্বাধিকারী এস এম হাসান সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান সম্রাট হোসেন, পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম, ভোঁপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন মণ্ডল, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল হোসেন টগরসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লাঠিখেলায় দীঘা, নখোপাড়া ও রাতোয়ালের দল অংশ নেয়। খেলার বিশেষ আকর্ষণ ছিল জীবন্ত মানুষ কবর দেওয়ার প্রদর্শনী। ঐতিহ্যবাহী এই খেলাটি উপভোগ করতে শত শত নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এই আয়োজন গ্রামীণ ঐতিহ্য পুনরুদ্ধারে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন স্থানীয়রা।
মতামত