অপরাধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৩১টি চোরাই মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৩১টি চোরাই মোবাইল জব্দ

প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:০৯ আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, রাত ৯:০৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩১টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করেছে ৫৯ বিজিবি।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে তেলকুপি বিওপির নায়েক মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১৮০ থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে।

টহল দলের পক্ষ থেকে জানানো হয়, মালিকবিহীন অবস্থায় মোবাইল ফোনগুলো পাওয়া যায়। এসব চোরাই মোবাইল ফোন কাস্টমস দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে অপরাধ দমন ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।