কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড এলাকা থেকে চুরি হওয়া একটি ট্রাকসহ চালককে উদ্ধার করেছে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিলেট থেকে পাথর বোঝাই করে ট্রাকটি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। পরদিন, বুধবার (১৮ ডিসেম্বর) কুমিল্লার ইপিজেড এলাকায় পাথর আনলোড করার পর চালক রানা মিয়া নগদ ৬২,০০০ টাকা বুঝে নিয়ে ট্রাকটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে। এরপর থেকে ড্রাইভারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং ট্রাকটির কোনো সন্ধান না পাওয়ায় গাড়ির মালিক মোঃ মশিউর রহমান কুমিল্লা সদর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রউফকে বিষয়টি জানানো হয়। তার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় চেকপোস্ট স্থাপন করেন।
চেকপোস্ট পরিচালনার এক পর্যায়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে মায়ের আঁচল হোটেলের সামনে সন্দেহভাজন ট্রাকটি শনাক্ত করে থামানো হয়। পরে চালক মোঃ রানা মিয়াকে আটক করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মোঃ রানা মিয়া চুরির উদ্দেশ্যে ট্রাকটি নিয়ে পালানোর কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা তৎপর। এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের নজরদারি আরও জোরদার করা হবে।
মতামত