অপরাধ

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৪, রাত ১২:৫৩

সিরাজগঞ্জ সদর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগ নেতার পায়ের রগ কেটে দিয়েছে। পাশাপাশি তাকে হাত ভেঙে এবং মাথায় গুরুতর জখম করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সয়দাবাদ পূর্ণবাসন এলাকায় এই ঘটনা ঘটে। আহত আওয়ামী লীগ নেতা সেলিম রেজা সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

আহত নেতার ছেলে মো. জলিল জানান, বৃহস্পতিবার সকালে ২৫-৩০ জন দুর্বৃত্ত তাকে অটোভ্যানে তুলে নিয়ে যায়। এরপর তারা সেলিম রেজার ডান হাত ভেঙে, দুই পায়ের রগ কেটে তাকে অচেতন অবস্থায় পূর্ববাঐতারা স্কুলের সামনে ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।