বিশেষ

৩৫ বছর ধরে রুটি খেয়ে বেঁচে আছেন শরিফ

৩৫ বছর ধরে রুটি খেয়ে বেঁচে আছেন শরিফ

প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৪, রাত ১২:০২

৩৫ বছর ধরে শুধু রুটি খেয়ে বেঁচে আছেন এক যুবক, ভাতের প্রতি তার একটুকু আগ্রহ নেই। তার জীবনে রুটি যেন এক অদ্ভুত ভালোবাসা—রুটি ছাড়া তার দিন শুরু হয় না। এমনকি বিয়ে করার সময় শর্তও ছিল, সারাজীবন তার জন্য রুটি বানাতে হবে! ঠিক এমন একজন যুবকের সন্ধান মিলেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে, যিনি রুটি সোহেল নামে পরিচিত হয়ে উঠেছেন!

শরিফ মোল্লা, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের এক যুবক। তার জীবন কেটেছে ভাত ছাড়া, আটার রুটি দিয়েই। ছোটবেলা থেকে শরিফকে ভাত খাওয়ানোর চেষ্টা করা হলেও তা কখনোই সম্ভব হয়নি। ছয় মাস বয়স থেকেই তিনি ভাত খাওয়ার পরিবর্তে রুটি খেতে শুরু করেন। এরপর থেকে একটিও দিন ভাতের মুখ দেখেননি তিনি।

শরিফের মা সাবেয়া বেগম বলেন, যতবারই ভাত খাওয়ানোর চেষ্টা করেছি, ততবারই ভাত ফেলেই দেয়। তবে রুটি ছিল তার পছন্দের খাবার। সে শিশুকাল থেকেই রুটি ছাড়া অন্য কিছু খেতে চাইত না।

পৃথিবীতে এক অদ্ভুত শর্তে বিয়ে করতে হয় এমন কাউকে তো আপনি শোনেননি! শরিফের বিয়ের গল্পও এরকমই, তার বিয়ে হয়েছিল এক শর্তে—“যতদিন বেঁচে আছি, রুটি বানিয়ে খাওয়াতে হবে!” আর এই শর্তে বিয়ের পরও তার খাবারের তালিকায় একমাত্র রুটি—ভাত নামক কোনো খাবার নেই।

এ বিষয়ে শরিফ নিজেই বলেন, সবাই আমাকে রুটি শরিফ নামে ডাকতো। প্রথমদিকে একটু অস্বস্তি হত, তবে এখন আমি পুরোপুরি অভ্যস্ত। মানুষ যখন আমাকে দেখতে আসে, তখন আমি ভালো অনুভব করি। আমি বাকি জীবন এভাবেই কাটাতে চাই, শুধু রুটি খেয়েই।

শরিফ মোল্লার জীবন আমাদের শেখায়, ব্যক্তিগত অভ্যাস ও পছন্দের ক্ষেত্রে কখনও কখনও কিছু নিয়ম ছাড়তে হয়, তবে তার পছন্দ তাকে নিজের পথে এগিয়ে যেতে সাহায্য করছে। রুটি তার পরম সঙ্গী—এমনকি জীবনের সবচেয়ে বড় ভালোবাসা।