সারাদেশ

ময়মনসিংহে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা

ময়মনসিংহে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা

প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৪, রাত ১১:১৯

খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন ২০২৪’ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এই সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান।

সভায় ডিআইজি বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি ধরে রাখতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ আপনাদের পাশে রয়েছে। বড়দিন নির্বিঘ্ন করতে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি খ্রিস্টান সম্প্রদায়কে অগ্রিম শুভেচ্ছা জানান।

সভায় উপস্থিত বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতারা বড়দিন উদযাপন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, জেলার সার্কেল অফিসার ও থানার ওসিগণ, সাংবাদিক এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা।