সারাদেশ

সালথায় স্ট্রোকে ছত্রদল নেতার মৃত্যু

সালথায় স্ট্রোকে ছত্রদল নেতার মৃত্যু

ছবি : সালথায় স্ট্রোকে ছত্রদল নেতার মৃত্যু


প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৪, রাত ১০:২৩ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, রাত ১১:১৬

ফরিদপুর জেলা ছাত্রদলের সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান শুভ (২৮) নামে এক নেতা স্ট্রোক করে মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত মাহফুজুর রহমান রামকান্তপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি। মাহফুজুর এক ছেলে ও এক মেয়ের জনক।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে মাহফুজুরকে প্রথমে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তার অবস্থা খারাপ দেখে ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ফরিদপুর নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাহফুজুরের মৃত্যুতে সালথা উপজেলা বিএনপি ও ফরিদপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বাদ এশা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করেন ।