ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের ঋষি পাড়ায় ৭৫ বছর বয়সী মন্টু দাস এবং তার স্ত্রী রাধা রানী দাসের দিন কাটছে দারিদ্র্যের কষাঘাতে। বয়সের ভারে আগের মতো পেশাগত কাজ করতে না পারলেও, তাদের একমাত্র আশ্রয়স্থল হিসেবে বাঁশের বেড়ায় তৈরি করা ঘরটি, যেখানে বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে পলিথিন মোড়ানো হয়ে থাকে।
সাবেক তাঁতি মন্টু দাস জীবনের অধিকাংশ সময় বাঁশ ও বেত দিয়ে মালপত্র তৈরি করে সংসার চালিয়েছেন। তবে এখন আর কাজ করার মতো শক্তি নেই। ছেলেমেয়ে বড় হয়ে নিজের সংসারে চলে গিয়েছে, কিন্তু তিনি এবং তার স্ত্রী এখন জীবনের বাকি সময়টা কাটাচ্ছেন হতাশায়।
মন্টু দাস বলেন, সরকার যদি একটা ঘর দিতো, বৃদ্ধ বয়সে শান্তি পেতাম, এবং তিনি অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে তাদের জন্য কোনও সহায়তা আসে না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু জানান, এক সময় মন্টু দাসকে ঢেউ টিন দেওয়া হয়েছিল, তবে সে টিন দিয়ে ঘর তৈরি করা সম্ভব হয়নি। তবে, আগামীতে সরকারের সহযোগিতায় তাকে ঘর দেওয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী বলেন, এ ধরনের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সহায়তা প্রদান অগ্রাধিকার হতে হবে, এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব পরিবারকে সহায়তার আওতায় আনা হবে।
মতামত