আজ ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে অতিরিক্ত ডিআইজি সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা ও মোঃ শরিফুর রহমান বিপিএম এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। তাদের বদলির কারণে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এ বদলী হওয়ায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। তিনি বিদায়ী কর্মকর্তাদের পেশাগত ও পারিবারিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অপারেশনস) মোঃ জহিরুল ইসলাম বিপিএম, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট) মোঃ ফয়েজ আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন, মোঃ মেজবাহ উদ্দিন, সহকারী পুলিশ সুপার এস. এম. আসিফ আল হাসান, এবং রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের অন্যান্য পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।
মতামত