গাইবান্ধা শহরে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধের দাবিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জোবায়েরপন্থী ওলামা মাশায়েখরা। বিক্ষোভকারীরা জেলা মারকাজ মসজিদের ইমামকে জোহরের আগেই অপসারণের দাবি জানান।
ডিবি রোডের আসাদুজ্জামান স্কুলের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের অতর্কিত হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আব্দুল বাছেত, যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর রহমান, বড় মসজিদের ইমাম মাহমুদুল হাসান কাশেমী, এমএ মজিদ, মুফতি এনামুল হাবিব, ও মুফতি হারুন অর রশিদ হাবিব।
বক্তারা টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় হতাহতের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং গাইবান্ধা থেকে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধের দাবি জানান।
সমাবেশের কারণে ডিবি রোডের একপাশে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে স্থানীয়দের ভোগান্তি বাড়ে।
মতামত