সারাদেশ

খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:০৭

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৫ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি-সাজেক সড়কের পূর্ণবাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসটি ৪০ জন পর্যটক নিয়ে ঢাকা থেকে সাজেকের উদ্দেশে রওনা হয়েছিল। ভোরে আলুটিলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে বাসটি উল্টে যায়। তারা আরও জানান, পাহাড়ি সড়কে গাড়ি চালানোর অভিজ্ঞতার অভাব থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে তেমন গুরুতরভাবে কেউ আহত হননি।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করেন এবং দ্রুত খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মীর মোশারফ হোসেন জানান, দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য আহতদেরও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। বাসে থাকা যাত্রীরা সবাই রাজবাড়ীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দা ছিলেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাসটি সরানোর ব্যবস্থা করা হয়েছে।