সারাদেশ

মেলান্দহে মিথ্যা মামলা প্রত্যাহার ও অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

মেলান্দহে মিথ্যা মামলা প্রত্যাহার ও অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৪, বিকাল ৫:৩৯ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:১১

 জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা প্রত্যাহার ও অপহরণকারী জাহিদুল হক জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার  মুন্সী নাংলা পূর্বপাড়া মসজিদ ও গোরস্থানের জমি জোরপূর্বক দখল করার প্রতিবাদে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী  জাকির হোসেন, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার, অ্যাডভোকেট শিলা, জাহানারা বেগম সহ আরো অনেকে। 

এ সময় বক্তারা  নাংলা মুন্সিপাড়ার গোরস্থান ও মসজিদের জমি জোরপূর্বক দখলকারী জাহিদুল হক জুয়েল ও নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি অ্যাডভোকেট জাকির হোসেন সহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।