সিরাজগঞ্জের শাহজাদপুরে দুর্বৃত্তরা জুয়েলারি দোকানের তালা ভেঙে প্রায় ২২ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও রুপার গহনা লুট করে নিয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার পৌর শহরের মনিরামপুর বাজারের ঐশী জুয়েলার্সে।
দোকানের মালিক শ্রী রিন্টু কুমার পাল জানান, প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে এসে তার ভাগনে সুস্ময় পাল সাগর দোকানের সাটার ও কেচিগেটের ছয়টি তালা ভাঙা দেখতে পান। এছাড়া সাটার ও কেচিগেটে নতুন দুটি তালা লাগানো ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি দোকানের মালিককে বিষয়টি জানান।
দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২০-২৫ বছর বয়সী মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা একজন যুবক দোকানে প্রবেশ করে এবং শোকেস ও ড্রয়ার থেকে স্বর্ণালঙ্কার লুট করে। আরেকজন বাইরে দাঁড়িয়ে সাটার বন্ধ করে দেয়।
দোকানের মালিক বলেন, এই ঘটনায় প্রায় ১৫ ভরি স্বর্ণ এবং ৪০০ ভরি রুপার গহনা লুট হয়েছে। এতে আমার ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
বাজার কমিটির সভাপতি মাসুদ হাসান খান বলেন, সকাল বেলা এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। পুলিশ দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনবে বলে আমরা আশাবাদী।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত শুরু করেছি এবং অল্প সময়ের মধ্যেই অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হব।
মতামত