ছবি : মুন টাইমস
‘বাঙালি সংস্কৃতি, বাঙালির বিজয়ের বীরত্ব গাঁথা ইতিহাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার নাট্য সমিতির ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ১৩২ বছর এবং মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘বিজয় সাংস্কৃতিক উৎসব’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঐতিহ্যবাহী শতবর্ষী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বিজয় সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মোঃ মাসুদ বিন আমিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- ডোমার নাট্য সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমান সোহাগ, ডোমার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রওশন রশীদ, শালকী নিউজ ২৪\'র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ আনিছুর রহমান মানিক প্রমুখ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ।
উদ্বোধনী দিনে সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের পাশাপাশি মঞ্চস্থ হয় ডোমার নাট্য সমিতির পরিবেশনায় মিলন চৌধুরী রচিত নাটক ‘যায় দিন ফাগুনো দিন’। নাটকটি মঞ্চায়নে নির্দেশনায় ছিলেন- মোঃ মিজানুর রহমান সোহাগ ও মোঃ মাসুদ বিন আমিন সুমন।
উল্লেখ্য, ১৩২ বছর আগে প্রতিষ্ঠিত ডোমার নাট্য সমিতির আয়োজনে বিজয় সাংস্কৃতিক উৎসবটি আগামী ২৩শে ডিসেম্বর অব্ধি চলবে। এতে রংপুরের পদাতিক নাট্য সংসদ, রংপুর নাট্য কেন্দ্র, পঞ্চগড়ের ভূমিজ এবং ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পরিবেশনায় নাটক সহ শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত উৎসব ও নৃত্য উৎসব অনুষ্ঠিত হবে।
মতামত