নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ বন বিটে দুর্বৃত্তদের হামলায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বন বাগানে নতুন করে বিভিন্ন জাতের গাছ রোপণ করার সময় এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হাই গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা হলেন বিট কর্মকর্তা রেজাউল করিম (৩৭), বাগান মালি আবদুল আলীম (৫০), ওয়াচার আজিজুল ইসলাম (৫৩), শ্রমিক জুয়েল রানা (৩৫) এবং সোহেল রানা (৩২)। তাদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুপুরে আহতদের দেখতে হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম। তিনি বলেন, এই হামলা অত্যন্ত নিন্দনীয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ডোমার রেঞ্জ কর্মকর্তা মো. আবুল হাই জানান, ১৯৯৮ থেকে ২০১৮ সালের মধ্যে ১৪০ হেক্টর জমিতে কৃষি বন ও ব্লক বাগানে প্রায় ছয় হাজার গাছ রোপণ করা হয়। সম্প্রতি দুর্বৃত্তরা বাগান থেকে দেড় কোটি টাকার মূল্যের গাছ চুরি করে নেয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার নতুন করে বাগানে গাছ রোপণের সময় আনারুলের নেতৃত্বে ২৫০-৩০০ জনের একটি দল হামলা চালায়।
তবে জমির মালিকানা দাবি করে গোসাইগঞ্জের সোবহান আলীর ছেলে তৌফিক (৪৫) জানান, "আমাদের জমির রেকর্ড ও দলিল রয়েছে। আমরা ২০০৭ সালে নিজেরাই গাছ রোপণ করেছি।"
এ বিষয়ে ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বন বিভাগের দাবি অনুযায়ী, বাগানের ক্ষতি এবং জমি নিয়ে বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিচ্ছে।
মতামত