সারাদেশ

ট্রলার ডুবিতে নিহতের পরিবারে সেলাই মেশিন ও নগদ সহায়তা

ট্রলার ডুবিতে নিহতের পরিবারে সেলাই মেশিন ও নগদ সহায়তা

প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৪, রাত ১২:২১

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ৯ নং বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনা ঘাটে মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় নিহত দেলোয়ারের পরিবারের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সামাজিক সংগঠন আলোর দিশারী ফাউন্ডেশন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ফাউন্ডেশনের উদ্যোগে দেলোয়ারের পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়। সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম সুমন, ডা. ইয়াছিন আরাফাত, ডা. জুয়েল রানা এবং সংগঠনের সভাপতি মো. ইউনুছ উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ হোসাইন, সাধারণ সম্পাদক শাফায়াত উল্যাহ, সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহেল রানা ও অন্যান্য সদস্যরা।

দুর্ঘটনায় নিহত দেলোয়ারের পরিবারের পক্ষ থেকে তার ছেলে অনুদান গ্রহণ করেন। সংগঠনের সদস্যরা জানান, সেলাই মেশিনের মাধ্যমে পরিবারটি নতুনভাবে কর্মসংস্থান তৈরি করতে পারবে এবং অর্থনৈতিক স্বচ্ছলতার দিকে এগিয়ে যাবে। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও দেলোয়ারের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করা হয়।

এই মানবিক উদ্যোগটি মেঘনায় ট্রলার ডুবির শিকার পরিবারগুলোর প্রতি সহমর্মিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।