আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি এবং অর্থনীতিকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রস্তাবে সাবেক যোগাযোগ মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রম, ১৯৯৩ সালে এই কেন্দ্রের ভূমি অধিগ্রহণ সম্পন্ন করেন। তবে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের কারণে কেন্দ্রটির উদ্বোধন তখন সম্ভব হয়নি।
১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের অধীনে কেন্দ্রটি অপূর্ণাঙ্গ অবস্থায় উদ্বোধন করা হয়। নানা চ্যালেঞ্জের মধ্যেও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ২৮ বছর ধরে সাফল্যের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে।
বর্তমানে কেন্দ্রটির জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন নতুন পরিকল্পনা ও মানসম্মত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে কেন্দ্রটিকে সবার কণ্ঠস্বর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা অনুষ্ঠান, ব্যান্ড সংগীত বিষয়ক ধ্রুবতারা, সরাসরি সংগীত পরিবেশনা হৃদয়ের গান, বিশেষ ফিলার, বিভিন্ন পেশাজীবীর শুভেচ্ছা বক্তব্য, এবং একটি প্রামাণ্য অনুষ্ঠান।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্র স্থানীয় সংস্কৃতি ও কণ্ঠস্বরকে জাতীয় পর্যায়ে তুলে ধরে নতুন ধারার অনুষ্ঠান উপস্থাপন করে চলেছে।
মতামত