সারাদেশ

উলিপুরে ইসলামী ছাত্রশিবিরের বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

উলিপুরে ইসলামী ছাত্রশিবিরের বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৪, রাত ১১:২৪

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের উপস্থিতি জানান দিয়েছে। 

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা আমীর মাওলানা মশিউর রহমান, সেক্রেটারি মো. তৌহিদুল ইসলাম, এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্রশিবিরের নেতারা।

এছাড়া স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের নূরানী ও হাফেজি মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।