সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক রহমতুল্লাহর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে সিরাজগঞ্জের কালীবাড়ী কড়িতলায় ডায়মন্ড মেডিকেল ব্যবসায়ী কর্নারে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. ফখরুল ইসলাম তালুকদার রাকিব স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন অধ্যাপক রহমতুল্লাহকে জান্নাতবাসী করেন। তিনি আমাদের জন্য রেখে গেছেন তার নীতি, আদর্শ ও ভালোবাসা। সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিকে সফলভাবে পরিচালনা করেছেন।
ফখরুল ইসলাম আরও বলেন, তিনি ও আমার বাবা, ডায়মন্ড মেডিকেলের স্বত্বাধিকারী এবং সমিতির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরহুম মুকুল হোসেন তালুকদার, সবসময় ঔষধ ব্যবসায় প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে পরিচালনার জন্য কাজ করে গেছেন। তাদের রেখে যাওয়া আদর্শকে সামনে রেখে আমরা সবাই একসঙ্গে ভালো কাজ করার চেষ্টা করব।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে অধ্যাপক রহমতুল্লাহর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
মতামত