সারাদেশ

নাচোলে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত

নাচোলে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত

প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৪, রাত ১০:৪৮ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, রাত ১১:২২

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই দল কিশোরের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির জেরে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ফতেপুর ইউনিয়নের খোলসী গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (১৬) ও আব্দুর রহিমের ছেলে রায়হান (১৫)। আহতরা হলেন মো. সুমন (১৮) ও মো. রজব আলী রনি (১৪)। গুরুতর অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় দুই দলের মধ্যে বাকবিতণ্ডা থেকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। তবে ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন আগে পেয়ারা বাগানে কাজ করা নিয়ে বাকবিতণ্ডার একটি ঘটনা ঘটেছিল। সেই পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত মাসুদের পরিবার জানায়, তাদের ছেলে কখনো দিনমজুরের কাজ করেনি এবং তার কোনো শত্রু ছিল না।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহাদ আকিদ রেহমান বলেন, আমাদের কাছে আসার আগেই মাসুদ ও রায়হানের মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে শাহীন ও তার সঙ্গীরা এই হামলা চালিয়েছে। ঘটনায় জড়িত আজিজুল হক ও তাসিম নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।