সারাদেশ

ময়মনসিংহের তারাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় কম্বলসহ আটক ৩

ময়মনসিংহের তারাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় কম্বলসহ আটক ৩

প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৪, রাত ৯:৩৯

ময়মনসিংহে তারাকান্দা উপজেলা যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পিকআপ ভর্তি ভারতীয় কম্বলসহ ৩জনকে আটক করা। 

আজ  ১৮ ডিসেম্বর বুধবার সকালে ধোবাউড়া তারাকান্দা আঞ্চলিক সড়ক পথে পিকআপ ভর্তি ভারতীয় কম্বল নিয়ে চোরাকারবারী সদস্যরা আসার কথা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার এর নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়। যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা করে আজ সকাল দশটা তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের হরিয়া গাওস্হ নেপালের মোড় নামক স্থানে পিকআপ ভর্তি  কম্বলসহ তিনজনকে আটক করা হয়। 

আটককৃত  চোরাকারবারীগন হলো দক্ষিণ ভাত খাওয়া গ্রামের শাহমত আলীর পুত্র মোহাম্মদ আলী (২৫),শুক্কুর আলীর পুত্র মনির হোসেন( ২৪),উত্তর মহামারী গ্রামের মজিবরের পুত্র শফিকুল ইসলাম (২৬)উভয় উপজেলা দেওয়ানগঞ্জ, জেলা জামালপুর। তাদেরকে আটক করে তারাকান্দা থানায়  আনা হয়।থানার সামনে পিকআপ ভ্যান গাড়ি থেকে ৪৮০পিস ভারতীয় কম্বল পাওয়া যায়। সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এসব কম্বল গণনা করে পাওয়া যায়। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ টিপু সুলতান বরাবরে উদ্ধারকৃত কম্বল ও পিকআপ ভ্যানসহ আটককৃত তিনজনকে হস্তান্তর করা হয়।আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃবিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা  জানান।