দিনাজপুরের বীরগঞ্জে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিত করতে খেলার মাঠ, পার্ক এবং উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে বীরগঞ্জ পৌরসভার সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। আয়োজনটি পরিচালনা করে ঢাকার সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স এবং খানসামার গোয়ালডিহি বিকাশ।
সভায় সভাপতিত্ব করেন পানিসাইল যুব সংঘের সম্পাদক মো. গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার প্রশাসক দীপংকর বর্মন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাহজিদা হক।
সভায় বক্তারা উল্লেখ করেন, শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলার সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। তবে দুঃখজনকভাবে খোলা জায়গার অভাবে শিশুদের জন্য খেলাধুলার পর্যাপ্ত সুযোগ তৈরি করা যাচ্ছে না। বাসাবাড়ি, মিল-কারখানা ও বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে খেলার মাঠ ও উন্মুক্ত স্থানগুলো ক্রমশ কমে যাচ্ছে। ফলে শিশু-কিশোররা মানসিক ক্লান্তিতে ভুগছে এবং শরীরচর্চার অভাবে ডায়াবেটিস, হৃদরোগ এবং ক্যান্সারের মতো বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
সভায় বক্তারা আরও বলেন, খেলার মাঠ শুধু বিনোদনের স্থান নয়; এটি একটি স্বাস্থ্যকর অবকাঠামো হিসেবে কাজ করে। শিশু-কিশোরদের দৈনন্দিন শারীরিক ও মানসিক বিকাশের জন্য অন্তত এক ঘণ্টা খেলাধুলার সুযোগ থাকা উচিত। জনসংখ্যার ভিত্তিতে এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ থাকা প্রয়োজন। একইসঙ্গে মাঠগুলোকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দিত করার ওপর জোর দেন বক্তারা।
প্রধান অতিথি দীপংকর বর্মন বলেন, খেলার মাঠের আধুনিকীকরণ এবং এসব স্থানের উন্নয়নকে আমরা স্বাস্থ্য ও বিনোদন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছি। আমরা এলাকায় মাঠ তৈরির বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এই বিষয়ে কাজ চলমান রয়েছে।
মতামত