ছবি : ফরিদপুরের সালথা অজ্ঞাত এক তরুণী নারীর লাশ উদ্ধার
ফরিদপুরের সালথায় অজ্ঞাত এক তরুণী নারীর (২৪ ) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন এলাকার একটি জমি থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কাউলীকান্দা গ্রামের স্থানীয় হাফেজ মোল্লার জমিতে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশের গলায় তার পেঁচানো অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন একটি সময়ে তাকে দূরে কোথাও মেরে ওই জমিতে লাশটি ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে দূরে কোথাও থেকে মেরে ওই নারীর লাশ এখানে ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা। আমরা লাশটি শনাক্ত করতে পারিনি। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
মতামত