ময়মনসিংহে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে নগরীর কাচি জুলি এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামি আসাদুজ্জামান আরমান ওরফে কাইল্লা আরমান (৩২) গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান আরমান কোতোয়ালি মডেল থানার অন্তর্গত গোলাপজান রোডের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত গোলাম মোস্তফা এবং মাতার নাম মোসাম্মৎ আনোয়ারা বেগম।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, আসামি আরমান নগরীর কাচি জুলি এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
মতামত