সারাদেশ

বিরলে দাদন ব্যবসায়ীর নির্যাতনে শিক্ষকের আত্মহত্যা, বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

বিরলে দাদন ব্যবসায়ীর নির্যাতনে শিক্ষকের আত্মহত্যা, বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৪, রাত ৯:৩৮

দিনাজপুরের বিরল উপজেলায় দাদন ব্যবসায়ীর নির্যাতনের কারণে এক মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক আত্মহত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শিক্ষক আলিমুল ইসলাম (৪৫), বহবলদীঘি উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, গত ৪ ডিসেম্বর শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

জানা যায়, বিজোড়া গ্রামের দাদন ব্যবসায়ী ফারুক হোসেনের কাছ থেকে ১ লাখ টাকা ঋণ নিয়েছিলেন শিক্ষক আলিমুল। দীর্ঘ সাত বছর মাসিক ১০ হাজার টাকা সুদ দিয়ে আসলেও সাম্প্রতিক আর্থিক সংকটের কারণে তিনি টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। এ নিয়ে ফারুক হোসেন তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করলে ক্ষোভ ও অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। মৃত্যুর দিনেও ফারুক হোসেন তাঁকে ফোনে হুমকি দেন বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে মরহুমের পরিবারের পাশে দাঁড়াতে এবং দোষীর বিচার দাবি জানাতে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটসহ বিভিন্ন শিক্ষক সংগঠন প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিজোড়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় শিক্ষক, এলাকাবাসী এবং মরহুমের পরিবারের সদস্যরা অংশ নেন।

জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম বলেন, “শিক্ষকদের উপর এমন নির্যাতন কখনো মেনে নেওয়া যায় না। আমরা ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ফারুক হোসেনের আত্মসমর্পণ চাই, নতুবা কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনিসুজ্জামান মিলন, মাহমুদুল হাসান, দেবাশীষ সরকার এবং মোস্তফা কামাল বকুল।

মরহুম আলিমুল ইসলামের স্ত্রী ও দুই ছেলে বাবার মৃত্যুর জন্য দাদন ব্যবসায়ী ফারুক হোসেনকে দায়ী করে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শিক্ষক নেতারা জানান, প্রশাসন যথাসময়ে ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।