সারাদেশ

সিরাজগঞ্জে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে তিন দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে তিন দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:৩০

সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের ডিগ্রিচর গ্রামে অবস্থিত ডিগ্রিচর ব্র্যাক স্কুলে শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। 

সোমবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে ২০ জন শিশু অংশগ্রহণ করেছে। প্রশিক্ষণটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এবং ১৯ ডিসেম্বর সমাপ্ত হবে।

কী আমার অধিকার?, কোথায় আমার অধিকার?, কেমন আমার অধিকার? এবং কীভাবে নিজেকে সুরক্ষিত ও সুস্থ রাখব?- এই বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণে আলোচনা করা হচ্ছে। শিশুদের নিজ অধিকার সম্পর্কে সচেতন করে তাদের মত প্রকাশের ক্ষমতা বাড়ানো, প্রলোভনকে না বলতে শেখানো, যৌন নিপীড়ন প্রতিরোধের কৌশল এবং সুরক্ষা নিশ্চিত করার ক্ষমতা অর্জনে সহায়তা করাই এই কর্মশালার মূল লক্ষ্য।

এই প্রশিক্ষণটি আয়োজন করেছে মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এম.সি.সি) বাংলাদেশ। ফিল্ড অর্গানাইজার অচিন্ত্য কুমার এবং মোছাঃ আয়সা খাতুন এই প্রশিক্ষণটি পরিচালনা করছেন।

ফিল্ড অর্গানাইজার অচিন্ত্য কুমার বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা তাদের অধিকার, মত প্রকাশের ক্ষমতা, এবং সুরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতন হবে। আমরা চাই সকল শিশু শান্তির পথে এগিয়ে যাক এবং তাদের জীবন সুরক্ষিত থাকুক।