সারাদেশ

হিট স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু জেলার সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস

হিট স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু জেলার সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, বিকাল ৫:৩২

তীব্র থেকে তীব্র দাবদাহে পুড়ছে পাবনা। চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে। তীব্র এই দাবদাহে পাবনা শহরে হিট স্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জেলায় চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, কয়েকদিন ধরেই পাবনায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে এ বছর এতো তাপমাত্রা রেকর্ড হয়নি। তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে তীব্র গরমে মানুষ নাজেহাল। সবচেয়ে বেশি কষ্টে আছেন শ্রমজীবীরা। জীবিকার তাগিদে তীব্র রোদেও কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এর মধ্যে তীব্র দাবদাহে হিট স্ট্রোক করে পাবনা শহরে সুকুমার দাস (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে শহরের রুপকথা রোডে একটি দোকানে চা খাওয়ার সময় হিট স্ট্রোক করেন তিনি। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।