সারাদেশ

বিজয়ের ৫৩ বছর উপলক্ষে আয়োজিত হয়েছে ফ্রি ব্লাড গ্রুপিং

বিজয়ের ৫৩ বছর উপলক্ষে আয়োজিত হয়েছে ফ্রি ব্লাড গ্রুপিং

প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৪, দুপুর ২:১৫

মহান বিজয় দিবস উপলক্ষে রক্তদানের কার্যক্রমকে সকলের মাঝে ছড়িতে দিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ৩৮টি টিমের অধিক ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সহ বিভিন্ন রকম সচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে।

সারাদিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, সচেতনতা লিফলেট বিতরণ কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, খাবার বিতরণ কর্মসূচি এবং শীতার্থদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি সহ নানা রকম স্বেচ্ছাসেবী মূলক কর্মসুচি বাস্তবায়ন হয়েছে।

সারা দেশব্যাপী বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি ইতোমধ্যে ২৮৩ টি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করতে সক্ষম হয়েছে।