টাঙ্গাইলের মির্জাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল দশটায় মির্জাপুর বাইপাস বাসস্টেশন থেকে বিজয় র্যালি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার নির্বাচন কার্যালয়ের সামনে সমাবেশের ও মুক্তিযুদ্ধে নিহত শহীদের জন্য দোয়া আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল্যাহ তালুকদার ও উপজেলা আমীর ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারী মুফতি আবুল কাশেম মৃধা সহ সেক্রেটারী জাহাঙ্গীর আলম শাজাহান উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মেরাজ মিয়া প্রমুখ।
মতামত