চট্টগ্রামের কর্ণফুলী টানেলের অংশ বিশেষ হিসেবে পরিচিত কর্ণফুলী সার্ভিস এরিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য মিলনমেলার আয়োজন করা হয়েছে। আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতের কাছাকাছি অবস্থিত এই সার্ভিস এরিয়া বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছে।
কর্ণফুলী সার্ভিস এরিয়া প্রকল্পটি ৯৬ একর জায়গাজুড়ে বিস্তৃত। এর মধ্যে ৭৬ একর জমিতে গড়ে উঠেছে পর্যটকদের জন্য বিশেষ বিনোদন ও আবাসন ব্যবস্থা। এখানে রয়েছে আধুনিক কনভেনশন হল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, মসজিদ, ভিআইপি বাংলো, চারটি মোটেল ব্লক এবং পর্যটকদের জন্য বিশেষ বাংলো। প্রতিটি মোটেলে এ, বি, সি সেকশনে বারোটি করে ইউনিট রয়েছে যা পরিবারসহ ঘুরতে আসা পর্যটকদের জন্য উপযোগী।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্ভিস এরিয়ার কর্মকর্তাদের মিলনমেলা আয়োজন করেন প্রোজেক্ট ম্যানেজার জনাব জালাল উদ্দীন পাপন, সহকারী প্রকৌশলী আল জাবের রাসেল, মানবসম্পদ বিভাগের মাফিদ, এবং সহকারী কর্মকর্তা আবু সাইদ সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চায়নিজ প্রোজেক্ট ম্যানেজার লেয়উ লি।
লেয়উ লি বিজয় দিবসের এই আয়োজনের প্রশংসা করেন এবং বলেন, আজকের এই বিশেষ দিনে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত ও মুগ্ধ। এমন সুন্দর আয়োজন ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার জন্য আপনাদের অভিনন্দন জানাই।
বিজয় দিবসের আনন্দ উদযাপন উপলক্ষে কর্মকর্তারা একত্রিত হয়ে নৈশভোজের পর গ্রুপ ছবি তোলেন। মিলনমেলা ও অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বিজয়ের এই দিনটি উদযাপন করেন কর্মকর্তারা। চাইনিজ অতিথি লেয়উ লি এবং অন্যান্য কর্মকর্তাদের আন্তরিক উপস্থিতি অনুষ্ঠানকে আরও বিশেষ করে তুলেছে।
মতামত