কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপি নেতা বাসেত সরকার বিপ্লব।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে উমর মজিদ ইউনিয়নের বটতলা এলাকায় তিনি এই মানবিক সহায়তা প্রদান করেন।
ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাসেত সরকার বিপ্লব বলেন, শীতার্ত ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবের জন্য আমাদের সকলের এগিয়ে আসা উচিত। শুধু বিএনপির উদ্যোগই নয়, সমাজের বিত্তবান মানুষদেরও শীতার্তদের পাশে দাঁড়ানো উচিত। এতে করে মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এ সময় উমর মজিদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ, নাজিম খান ছাত্রদলের সভাপতি মো. জামিউল, যুবদল নেতা মমিনুল ও রুবেলসহ রাজারহাট উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে পাঁচ শতাধিক অসহায় পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়, যা শীতের এই সময়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করবে।
মতামত