অসম সাহস, বীরত্ব ও আত্মত্যাগের মধ্য দিয়ে যেসব বীর সন্তান বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান করে দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খাগড়াছড়িতে উদযাপিত হলো মহান বিজয় দিবস। নানা আয়োজন ও কর্মসূচির মাধ্যমে এ দিনটি পালিত হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে এ দেশের দামাল ছেলেরা আত্মত্যাগের যে গৌরবগাথা রচনা করেছিল, সেই বিজয়ের স্মরণে দিবসটি উদযাপনের সূচনা হয় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে চেঙ্গী স্কয়ার সংলগ্ন স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একে একে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, খাগড়াছড়ি প্রেসক্লাব, বিভিন্ন সরকারি দপ্তর, বিএনপি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল—সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, টাউন হলের সামনে বিজয় মেলার উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান, হাসপাতাল, এতিমখানা ও শিশু পরিবারের শিশুদের জন্য বিশেষ খাবারের আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
গৌরবময় এ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে খাগড়াছড়ির মানুষ অংশ নেয় হৃদয়ের ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে।
মতামত