সারাদেশ

বায়েজিদে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের জমজমাট আয়োজন

বায়েজিদে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের জমজমাট আয়োজন

প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৪, সকাল ১০:৪৩

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার বিআরটিসি ট্রাক ডিপো ৯৭-এর উদ্যোগে একদিনের ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। 

টুর্নামেন্টটি শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়। শীতের রাতে টানটান উত্তেজনায় খেলাটি উপভোগ করেন অংশগ্রহণকারী ও দর্শকরা।

এই টুর্নামেন্টের সার্বিক পরিচালনা করেন বিআরটিসি ট্রাক ডিপোর অপারেশন ম্যানেজার মো. কামরুজ্জামান। টুর্নামেন্টে ২২টি দল অংশ নেয়। প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। ফাইনাল ম্যাচে কামরুজ্জামানের দল তাদের দক্ষতা ও সমন্বয়ের মাধ্যমে বিজয় অর্জন করে।

ফাইনালের পর "ম্যান অব দ্য ম্যাচ" নির্বাচিত হন মো. কামরুজ্জামান। তার দল বিজয়ীর ট্রফি গ্রহণ করে, আর রানার্স-আপ দল শান্তনা পুরস্কার লাভ করে।

টুর্নামেন্ট শেষে পরিচালনায় থাকা কামরুজ্জামান বলেন, এ ধরনের আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে সম্প্রীতি ও মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামীতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে এই টুর্নামেন্ট বায়েজিদ বোস্তামী এলাকার মানুষকে আনন্দ এবং একতাবদ্ধতার বার্তা পৌঁছে দিয়েছে। এ আয়োজন সবাইকে স্মরণ করিয়ে দেয় বিজয়ের চেতনা এবং খেলাধুলার গুরুত্ব।