ছবি : মুন টাইমস
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুভ সূচনা হয়েছে বাংলাদেশের ৫৩তম মহান বিজয় দিবসের। নীলফামারীর ডোমারে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ।
সোমবার (১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার হৃদয়ে স্বাধীনতা স্মৃতিসৌধের শহীদ বেদীতে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন-ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় আরও উপস্থিত ছিলেন- পৌর প্রশাসক এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপি,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী, ডোমার থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু,সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন,পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু,সাধারন সম্পাদক মো. মোজাফ্ফর আলী প্রমূখ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুস্পঞ্জলি অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠন,সাংবাদিক সংগঠন,স্কুল, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা জানানো হয়
পরে সকাল ১০টায় হৃদয়ে স্বাধীনতা চত্ত্বরে চিত্রাঙ্গন প্রতিযোগীতা ও দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উল্লেখ্য মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতি আজ বিজয় দিবস উদযাপন করছে। ৫৩ বছর আগে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ নারীর সম্ভ্রম সম্মানের বিনিময়ে স্বাধীন দেশ হিসেবে জন্ম লাভ করে।
মতামত