সারাদেশ

ময়মনসিংহ মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রেঞ্জ ডিআইজি'র শ্রদ্ধা নিবেদন

ময়মনসিংহ  মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রেঞ্জ ডিআইজি'র  শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:০১

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা, বঞ্চনা, সংগ্রাম আর ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের। যাঁদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছিল এই স্বাধীনতা, আজ জাতি তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।


বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহ  ‘মহান বিজয় দিবস-২০২৪’ পালন করে।


‘মহান বিজয় দিবস-২০২৪’ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ময়মনসিংহ কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ড. মোঃ আশরাফুর রহমান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ  পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 


ডিআইজি  শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্),  মোঃ শরিফুর রহমান বিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ,  মোঃ আজিজুল ইসলাম [অতি. ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),  মোহাম্মদ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার, (ক্রাইম ম্যানেজম্যান্ট), মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট),  মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্),  মোঃ মেজবাহ উদ্দিন; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি)  এস. এম. আসিফ আল হাসান সহ ময়মনসিংহ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।